আগামী রোববার থেকে সপ্তাহজুড়ে ফের টানা অবরোধের কর্মসূচি আসতে পারে। স্থায়ী কমিটিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা দলের হাইকমান্ডকে চলমান অবরোধ কর্মসূচি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে, যা প্রথম ধাপের চলমান অবরোধ কর্মসূচি শেষে ঘোষণা করা হতে পারে। গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি আজ শেষ হবে।
বিএনপি সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছাতে চায় দলটির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় প্রথম দফার অবরোধ শেষে আগামী সপ্তাহজুড়ে ফের দেশব্যাপী টানা অবরোধ কর্মসূচি আসতে পারে। এমনকি আগামী সপ্তাহের পরও অবরোধ অব্যাহত থাকতে পারে। দলটির কয়েকজন নেতা বলছেন, চলমান কর্মসূচিতে তারা যে সাড়া পাচ্ছেন, তাতে আশাবাদী যে, অচিরেই আন্দোলনের ফল ঘরে তুলতে পারবেন তারা।\
এদিকে মহাসমাবেশকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে মামলা ও গ্রেপ্তার অভিযান চলমান থাকায় বিএনপি নেতারা প্রকাশ্যে আসতে না পারলেও অভ্যন্তরীণভাবে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। বিএনপির মহাসমাবেশে হামলার ঘটনায় সরকার ও পুলিশকে দায়ী করে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ ঢাকায় গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি। এ ছাড়া সহিংসতার ঘটনায় এরই মধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটাকে আন্দোলনের পথে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
এদিকে চলমান অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে জনগণ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছে বলে দাবি যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের। মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, সারা দেশের মানুষ এই অবরোধের মধ্য দিয়ে আরও একবার সরকারের ওপর তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে।
আন্দোলনের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শুক্র ও শনিবার সম্ভবত বড় কোনো কর্মসূচি থাকবে না। কিন্তু দাবি আদায়ে এর পর থেকে টানা কর্মসূচির দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
Like this:
Like Loading...
Share News