নোয়াখালীতে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ৪শত কম্বল হস্তান্তর।
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র নিজস্ব অর্থায়নে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য ৪শত কম্বল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপি দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় সংস্থার নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। সংস্থার জেলার সিনিয়র ডিক্ট্রিক্ট ম্যানেজার মো. জাকের হোসেন জেলা প্রশাসকের নিকট ৪ শত কম্বল হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে আশার সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী কামাল হোসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র চন্দ্র দাস, মো. জাকারিয়া ফেরদৌস, জেলার এএসই আবু মুছাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আশা কর্মকর্তা জাকারিয়া ফেরদৌস জানান প্রতিবছর আমরা এভাবে সারাদেশে বিতরণ করা হয় আরে অংশ হিসেবে নোয়াখালী বিতরণ করা হবে।