সুবর্নচরে আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সুবর্ণচরের ৩ নং চরক্লার্ক ইউনিয়নের আবদুর রব বাজারে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩ নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আবুল বাশার ডিপটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী মো হানিফ ক্যাশিয়ার, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংগঠনটির উপদেষ্টা মো: হানিফ, আব্দুর বাজার ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা রুহুল আমিন, ব্লাড ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা হারুন পারভেজ, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি দেলোয়ার শরিফ সহ উক্ত ব্লাড ফাউন্ডেশনের একাধিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের মাঝে আব্দুরর বাজার ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো গতিশীল এবং সম্প্রসারন করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নতুনভাবে সংশোধিত কমিটি করে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। উক্ত কমিটিতে মো. সালাউদ্দিনকে সভাপতি, আরাফাত হোসেন শুভকে সাধারণ সম্পাদক, জাহেদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, ওমর ফারুক হৃদয়কে অর্থ সম্পাদক করে মোট ৩১ জন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অসুস্থ রোগীর জন্য রক্তদান সহ অন্যান্য সামাজিক ও ইতিবাচক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য বেশ কয়েকজন সংগঠকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এসময় সংগঠন কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকেও সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশন স্থানীয় সমাজের তরুণ ও যুবদের মাধ্যমে পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ইতোমধ্য রক্তদান কর্মসূচি সহ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন সহ নানাবিধ সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তবে চাহিদা মোতাবেক আর্থিক সহায়তা পেলে আরো ব্যাপক হারে কাজগুলো বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
Like this:
Like Loading...
Share News