• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:

সুবর্ণচরে শীত মৌসুমে লাউ চাষে সফল কালাম ব্যাপারী

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
লাউ চাষে সফল সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের কালাম ব্যাপারী

 কৃষি প্রতিবেদক

মাচার উপরে সারি সারি সবুজ পাতা।একটু নিচের দিকে তাকে দেখা মিলবে সারি সারি লাউ। আর এই লাউ চাষে সফল হচ্ছে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের কালাম ব্যাপারী। এক সময় ব্যবসার সাথে জড়িত থাকলে ও বর্তমানে সবজি চাষে ঝুঁকছেন তিনি। গত কয়েক বছর ধরে চাষ করছেন নানা ধরনের সবজি। এই বছর দেড় একর জমিতে লাউ চাষ করে আয় করছেন প্রায় ৩ লক্ষ টাকার বেশি । প্রথমে প্রায় লক্ষ টাকার পুঁজি দিয়ে এত টাকা আয় করবেন কখনো কল্পনা করেনি? সাক্ষাৎকারে কালাম ব্যাপারী বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বলছেন- যে এক ইঞ্চি জায়গায় ও যেন খালি না থাকে। তাই নিজের শ্রম ঘাম দিয়ে অপ্রাণ চেষ্টা করে সবজি চাষে ঝুঁকছি। আমি এই বছর লাউ চাষে সফল হয়েছি। আসলে আধুনিক প্রযুক্তিতে লাউ চাষ করে কৃষকরা লাভবান হওয়া সম্ভব। অন্য ফসলে পুঁজি বেশি আর তেমন লাভ ও হয় না।লাউ উৎপাদনে সাধারণত অন্য ফসলের তুলনায় পরিশ্রম কম ও ফলন ভালো হয়। এতে রাসায়নিক ও কীটনাশক সারের ব্যাবহার বেশি না থাকায় ক্ষতিকর কোনো প্রভাব নেই। ঠিকমতো পরিচর্যা করলে আরও লক্ষাধিক টাকার লাউ বিক্রি করা সম্ভব হবে। এই ছাড়াও পতিত জমিতে শীম করলা,লেবু বেগুন সহ নানা ধরনের সবজি চাষে করেন। এতে করে প্রতিনিয়ত তার ফসলি জমিতে ৪/৫ কামলা কাজ করে। স্থানীয়রা জানান – লাউ চাষে এত লাভ আমরা আগে জানতাম না। এই বছর আমাদের এলাকায় কালাম ব্যাপারী লাউ চাষ করে সফল হচ্ছেন। আগামীতে আমরা ও আমাদের পতিত জমিতে লাউ চাষ করবো। এই ব্যাপারে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা – হারুণ অর রশিদ বলেন – সুবর্ণচরের মাটি গুলো উর্বর থাকায় এখানে যেকোনো ফসল উৎপাদন করা সম্ভব। আমরা কালাম ব্যাপারীকে নানা ধরনের পরামর্শ প্রদান করছি। যাতে করে সে আমাদের পরামর্শ অনুযায়ী এই বছর লাউ চাষে সফল হয়েছেন। আমরা আগামী বছরে শীত মৌসুমে আরো কয়েক কৃষকে লাউ চাষে উদ্বুদ্ধ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: