• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:

২৮ অক্টোবর রাস্তাঘাট বন্ধ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়নি: মার্কিন দূতাবাস

Avatar
ডেস্ক নিউজ
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশের রাস্তাঘাট ২৮ অক্টোবর বন্ধ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

রবিবার (২২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে এ তথ্য জানান মার্কিন দূতাবাস মুখপাত্র ব্রায়ান শিলার। বিবৃতিতে বলেন, ওই বৈঠকে এমন কোনো আলোচনাই হয়নি।

বিবৃতিতে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকার রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপবিহীন অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত হাস।’

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তাদের মধ্যে বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে তিনি (হাস) জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা আসা তো সবারই প্রয়োজন, একটা রোগীর ঢাকা আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছু তো ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। তারা (বিএনপির নেতাকর্মী) আসবে তারা যাবে, সেখানে আমরা কোনো বাধা দেব না কিংবা আমরা সেটার কোনো চিন্তাও করছি না। আমরা শুধু এটুকুই বলব, তারা যাতে কোনো ভায়োলেন্স লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তারা যাতে সচল রাখে। এটুকুই আমাদের রিকোয়েস্ট, সেটা আমরা তাকে জানিয়েও দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
%d bloggers like this:
%d bloggers like this: